বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তথ্য ও প্রযুক্তিতে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক

By মেহেরপুর নিউজ

February 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালিহীনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপরিচালক নাসিমা খাতুন,গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুর রশিদ। বক্তব্য রাখেন সদর উপজেলা তথ্য আপা জেসমিন আক্তার।