মেহেরপুর নিউজ:
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুরে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। রবিবার সকাল থেকে জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অটোরিকশাসহ অন্যান্য ছোট ছোট গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে। খুলেছে দোকানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও।
এদিকে সকাল থেকে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়নি। হরতালের সমর্থনে জেলার কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবরও পাওয়া যায়নি। তবে মেহেরপুর পৌর বিএনপি’র হরতাল চলাকালীন সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে সহিংসতা ও পিকেটিং প্রতিরোধে শহরের প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন রয়েছে। টহল দিতে দেখা গেছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও তারা অলস সময় পার করতে দেখা যায়
অপরদিকে রবিবার সকালের দিকে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল, অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করে। এছাড়াও এদিন বিকালে মিছিল শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ।
এদিকে রবিবার বিকালে বিএনপি’র অগ্নিসন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।