আইন-আদালত

মেহেরপুরে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

July 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ড্রাইভিং লাইসেন্স না থাকা ও চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরার অপরাধে  ১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর পৌরসভা প্রধান নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

তিনি জানান,  ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে আনোয়ারকে মোটরযান আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি মাস্ক বিহীন পথচারীদের ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে তাঁকে ট্রাফিক সার্জেন্ট পবিত্রসহ  মেহেরপুর পুলিশের সদস্যরা সহায়তা করেন।