মেহেরপুর নিউজ:
ডক্টরস এক্সোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবারে স্থানীয় একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ড্যাব ও বিএমএ’র সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম পলাশের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম এ’র সভাপতি ডা.এম এ সালাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আমানুল্লাহ,ডা.শফিকুল ইসলাম, ডা.এএসএম হাসান আলী মাসুম।
ডা. কাজল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা.মিজানুর রহমান, ডা.পারভিয়াজ হোসেন রাজা, বিপ্লব হোসেন,মাহফুজুর রহমান, খায়রুজ্জামান পিনু প্রমূখ।পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বি এম এ’র সাবেক সভাপতি ডা. এম এ বাসার, সাবেক সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আঞ্জুমান আর,ডা. অলোক কুমার দাস,মেহেদী হাসান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।