মেহেরপুর নিউজ:
ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, সিভিল সার্জন ডা.মহিউদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মূনির,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আসাদুল ইসলাম, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।