মেহেরপুর নিউজ:
ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধের সমন্বিত কর্মসূচি পালনে মেহেরপুর পৌরসভার উদ্যোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্রশাসক মোঃ শামীম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ খান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইনজামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন ইমতিয়াজ হোসেন।
কর্মশালায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধের সমন্বিত কর্মসূচি পালনে বিভিন্ন আলোচনা এবং পদক্ষেপ গ্রহণ করা হয়। বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল গাইডস, সেচ্ছাসেবক ও মেহেরপুর পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা কর্মশালের অংশগ্রহণ করেন।