বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইন সহ এক মাদক কারবারি আটক

By মেহেরপুর নিউজ

March 01, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ গ্রাম হেরোইন সহ মানিক হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রাম থেকে মানিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মানিক হোসেন কোমরপুরের আয়ুব আলীর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে ডিবি’র সদস্যরা ইসলামপুর গ্রামের রেজাউল করিম মেম্বারের বাঁশ বাগানের পাশে থেকে মানিক হোসেনকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।