মেহেরপুর নিউজ,১৪মে: মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরজ আলী নামের আরো এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত আরজ আলী সদর উপজেলার রাইপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। মৃত আরজ আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে আরজ আলী ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। এদিকে, মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের স্যালাইন সহায়তার অংশ হিসেবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি এ অর্থ মেহেরপুর জেনারেল হাসপাতের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাসের হাতে তুলে দেন। পরে তিনি ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেন।