মেহেরপুর নিউজ,১৩মে: মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাংস্কৃতি কর্মী পিংকি (২০) মারা গেছে। বুধবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত রাতে থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ জন রোগী মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জানা গেছে, মেহেরপুর শহরের বেড়পাড়ার ইছারদ্দিনের ভাগ্নি পিংকি গতরাতে হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাকে উদ্ধার করে বুধবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। পিংকির পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ২ টার দিকে মেহেরপুর বেড়পাড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে শেকপাড়া পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হবে। নিহত পিংকি এক সন্তানের জননী। অপরদিকে, গত এক সপ্তাহে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর শহরে প্রায় সহস্রাধীক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।