আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জানুয়ারী :
প্রচন্ড ঠান্ডা এবং কুঁয়াশার কারনে মেহেরপুরে বোরো বীজতলার ব্যপক ক্ষতি হয়েছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার অধিকাংশ বোরো বীজতলার ধানের চারা পচে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। ফলে এবার মেহেরপুর জেলায় বোরো চাষে বীজ সংকটের আশংকা দেখা দিয়েছে।
জেলা কৃষি বিভাগের হিসেবে চলতি বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ১৫৭ হেক্টর জমিতে। সেই হিসেবে বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে। কিন্তু বিভিন্ন করণে বোরো চাষে চাষীদের আগ্রহের ভাটা পড়ায় বীজতলার লক্ষ্যমাত্রা পূরন হয়নি। তারপরেও চাষীরা যা বীজতলা দিয়েছিল তার অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছে বলে জনয়িচেনে চাষীরা। অনেক চাষীর ৮০ ভাগ পর্যন্ত বীজতলার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে চাষীরা বোরো আবাদ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে। ফলে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা পুরনেও আশংকা দেখা দিয়েছে।