বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার ও বিএনসিসি সদস্যরা

By মেহেরপুর নিউজ

August 08, 2024

মেহেরপুর নিউজঃ

পুলিশ সদস্যদের কর্ম বিরতীর ফলে মেহেরপুরে আনসার সদস্যের পাশাপাশি এখন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুর সরকারি কলেজের ক্যাডেটরা মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়, কলেজ মোড়, বড় বাজার এলাকা এবং কোট মোড়ে আনসার সদস্যদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বুধবার থেকে আনসার বাহিনীর সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করার পাশাপাশি থানা সহ গুরুত্বপূর্ণ স্থানে তাদেরকে মোতায়েন করা হয়। এর এক দিন পর বিএনসিসি’র সদস্যরা আনসার বাহিনীর সদস্যদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

মেহেরপুর সরকারি কলেজের বিএনসিসি’র পি ইউ ও মুন্সি রাশেদুল ইসলাম জানান, সুন্দরবন রেজিমেন্টের নির্দেশক্রমে বিএনসিসি’র সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালনে নেমেছেন।