আইন-আদালত

মেহেরপুরে ট্রাক শ্রমীক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটিকে আদালতের কারন দর্শানোর নোটিশ

By মেহেরপুর নিউজ

August 15, 2019

মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভাডভ্যান ট্যাংকলরী (দাহ পদার্থ ব্যাতিত) শ্রমীক ইউনিয়নের নির্বাচন নির্ধারিত সময়ের পূর্বে করা সহ বেশ কিছু সদস্যকে ভোটার করা, নির্বাচন পরিচালনাকারী ৫ সদস্যর বিরুদ্ধে অস্থায়ী ও অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার জন্য আদালতের আশ্রয় নেওয়ার পর আদালত ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। বুধবার সহকারী জজ আদালতের বিচারক এ আদেশ দেন। বাদী শ্রমীক ইউনিয়নের সদস্য জান্নাত খান বুধবার মেহেরপুর সহকারী জজ আদালতে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাহিনুজ্জামান পলেন সহ মোট ৫ জনকে বিবাদী করে দরখাস্ত করেন। যার নং ১৬৩/১৯। আবেদনে বলা হয় ইউনিয়নের সংশোধিত গঠন গঠন তন্ত্রর ২১ (ছ) অনুযায়ী ভোটার তালিকা নির্বাচনের কমপক্ষে ১৫ দিন পূর্বে প্রকাশ করবে। কিন্তু তিনি তা না মেনে ১৩ দিন পূর্বে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। দরখাস্তে বাদীর আহবান আগামী ১৭ আগষ্ট নির্বাচনের যাবতীয় কার্যক্রম বন্ধ করে প্রতিপক্ষ বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন জানান। আদালত আবেদনের প্রেক্ষিতে ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। আবেদনের পক্ষে এ্যাড. মারুফ আহম্মেদ বিজনসহ একাধিক কৌসুলী উপস্থিত ছিলেন।

# নিজস্ব প্রতিনিধি #