মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জানুয়ারি:
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের উদ্যেগে রোববার দুপুরে জেলা ট্রাক মালিক গ্রুপ অফিস প্রঙ্গানে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল উপস্থিত থেকে ৫’শ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, সদস্য আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ উপস্থিত সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুরে ইমাম সমিতির কম্বল বিতরণ
মেহেরপুর জেলা ইমাম সমিতির উদ্যেগে রোববার বিকালে মেহেরপুর জেলা ইসলামীক ফাউন্ডেশন প্রাঙ্গনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মোঃ আনছার উদ্দিন বেলালী উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। একই দিনে মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে শীতবস্ত্র বিতরণ করা হয়।