মেহেরপুর নিউজ:
মেহেরপুরে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। শনিবার দুপুর থেকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৮০ টাকা লিটার তেল, ৫০ টাকা কেজি মসুর ডাল, ৫০ টাকা কেজি চিনি, ৬০ টাকা ছোলা এবং ১২০ টাকা কেজি খেজুর ক্রয় করতে বিপুল পরিমাণ মানুষ সেখানে সমবেত হন।
সামাজিক নিয়ম মেনে ক্রেতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয় পণ্য সামগ্রী ক্রয় করে। এর আগে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন। এসয় সাঈদ আনোয়ার ট্রেডাসের সাঈদ আনোয়ার সেখানে উপস্থিত ছিলেন।