মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন যুবলীগ নেতা নয়ন হাবিব।
সম্প্রতি করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকেই টিসিবি’র পণ্য কিনতে ভিড় জমায় সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১শ টাকা লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি চিনি এবং ৫৫ টাকা কেজি দরে মসুরের ডাল টিসিবি’র ডিলার মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স বিক্রি করছেন। পণ্য কিনতে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাসাধারণ দীর্ঘ লাইন।
এদিকে,দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারায় খুশিতে ক্রেতারা। তবে অধিকাংশ ক্রেতা মেহেরপুরের একাধিক পয়েন্টে টিসিবি’র পণ্য বিক্রির দাবি জানিয়েছে।