এক ঝলক

মেহেরপুরে পাওনা টাকার জন্য লাশ আটক

By মেহেরপুর নিউজ

December 18, 2020

মেহেরপুর নিউজ:

বিদেশ পাঠানোর নাম করে টাকা নিয়েছিল পুত্র, বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ার পর টাকা ফেরত না দেওয়া পিতার লাশ আটকে রেখেছে পাওনাদাররা।

মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামে নজিরবিহীন এ ঘটনা ঘটেছে। জানা গেছে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামে ইউনুস আলীর ছেলে ইয়ারুল ইসলাম কে বিদেশে পাঠানোর নাম করে গত মার্চ মাসে একই গ্রামের সিরাজের ছেলে সাহাবুলকে সাত ৭ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করেন।করোনার কারণে সাহাবুল ইয়ারুলকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন। পরে ইয়ারুল তার প্রদত্ত টাকা ফেরত চান।

এদিকে সম্প্রতি ওই টাকা ফেরত না দিতে না পারার কারণে শাহাবুলের পিতা সিরাজ উদ্দিন ইয়ারুল নামে একটি জমি এগ্রিমেন্ট করে দেন।  একই জমি ইয়ারুলের নামে এগ্রিমেন্ট করে দেওয়ার পর সিরাজ উদ্দিন তার এক নাতি নামে ওই জমি রেস্টি করে দেন।

শুক্রবার দুপুরের দিকে সিরাজ উদ্দিন আকস্মিক মৃত্যু বরণ করেন। আসরের নামাজের পর সিরাজের লাশ দাফনের প্রস্তুতি গ্রহণ করার পরপরই ইয়ারুলের নেতৃত্বে তার লোকজন সিরাজের লাশ আটকে দেয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ আটকে রেখে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছিল।