মেহেরপুর নিউজ:
মেহেরপুরে করোনাভাইরাস সচেতনতার লক্ষ্যে পৃথক অভিযানে, মুখে মাস্ক না থাকায় মেহেরপুর জেলায় ১৩ জনের কাছে ২৬শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলার সাতটি স্থানে একই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের একাধিক টিম। এসময় মুখে মাস্ক না থাকায় মেহেরপুর শহরের বড়বাজার, হোটেল বাজার, কলেজ মোড়, ওয়াপদা মোড় সহ গাংনী ও মুজিবনগরে মোট সাতটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
মেহেরপুর সদরে ৬ জনের কাছে ১ হাজার ৫০ টাকা, গাংনীতে দুই জনের কাছে ১ হাজার টাকা ও মুজিবনগরে ৫ জনের কাছে থেকে ৫৫০ টাকা জেলায় মোট২৬শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মানুষকে করোনা ভাইরাসের সংক্রামণ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন করেন তারা। এছাড়াও তখন অসহায় মানুষদের মাঝে প্রায় ৫শ মাস্ক বিতরণ করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে শহরের বড় বাজারে, নিরুপমা রায় এর নেতৃত্বে হোটেল বাজারে, মাহমুদুল হাসান এর নেতৃত্বে কলেজ মোড় ও গণপরিবহন এবং মাশতুরা আমিনা’র নেতৃত্বে শহরের ওয়াবদা মোড়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারা।
একই সাথে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে ও মুজিবনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেক কমে গিয়েছিল, কিন্তু মানুষের অসচেতনতার কারণে আবারো বৃদ্ধি পেয়েছে।
আমরা মানুষকে সচেতন করছি, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের নির্দেশ দিচ্ছি। এছাড়াও যাদের কাছে মাস্ক নেই এবং মাস্ক কেনার সামর্থ্য নাই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করছি।