মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা পুলিশের টানা অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানা এলাকা থেকে চারজন, মুজিবনগর থানা এলাকা থেকে দুইজন ও গাংনী থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকলেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।