মেহেরপুর নিউজ:
দীর্ঘ ১১ বছর পর প্রকাশ্যে মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তারিক মোঃ সাইফুল ইসলামের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর শহীদ তারিক ট্রাষ্টের উদ্যোগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারিক মোঃ সাইফুল ইসলামের মেজো ভাই শহীদ তারিক ট্রাষ্টের সভাপতি মু. তাওহিদুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমীর মাওলানা তাজ উদ্দিন খান।
পৌর জামায়েত ইসলামির আমীর সোহেল রানা ডলারের সঞ্চালনায় আলোচনা করেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামির সেক্রেটারী ইকবাল হুসাইন, জেলা সমাজ কল্যাণ সেক্রেটারী জারজিস হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারী কাজী রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, ডা. আব্দুস সালাম, এসএম আশরাফুল ইসলাম, সদর উপজেলা জামায়েত ইসলামির আমীর সোহেল রানা, মুজিবনগর উপজেলা জামায়েত ইসলামির আমির খান জাহান আলী, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, পৌর সেক্রেটারি মনিরুজ্জামান,রফিকুল ইসলাম,আব্দুল হামিদ,সাইদুরব রহমান,ইদ্রিস আলী।
এদিকে তারিক মোঃ সাইফুল ইসলামের ১১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। এর আগে তারিক মোঃ সাইফুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বই ” তারিখ মোঃ সাইফুল ইসলাম একটি সংগ্রামী জীবন” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা তাজ উদ্দিন খান মোড়ক উন্মোচন করেন।