মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা, ই-গভর্নেন্স, তথ্য অধিকার ও সিটিজেন টর্চার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়সহ জেলার তিন উপজেলার খাদ্য বিভাগের কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন গুদামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন, দক্ষ জনশক্তি পারে একটা অফিসকে অনন্য উচ্চতায় পৌঁছাতে। জেলায় খাদ্য বিভাগের সকল কর্মকর্তাকে দক্ষতা ও সততার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।