মেহেরপুর নিউজ,৩০ মে: মেহেরপুর শহরের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেককে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে মেহেরপুর বড়বাজাররে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ইসমাইল হোসেন, এ্যাড. ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মোস্তফা, থানা আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন মোখলেসুর রহমান খোকন। পরে হাফিজুরের নেতৃত্বে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেণ।