মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ আগস্ট :
মেহেরপুর জেলায় পারিবারিক কলহের জের ধরে ২৪ ঘন্টায় ৩ পুরুষ ও ১ জন মহিলা বিষ পান করে আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। তবে ৪ জনের কেউ মারা যায়নি। সকলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন,মেহেরপুরে মহিলার চেয়ে বিষপানের রোগী পুরুষের সংখ্যা ইদানিং মাত্রাতিরিক্ত বেড়েছে। বিষপান করা রোগীদের বিষ উঠানো হয়েছে। তারা মোটামুটি সুস্থ আছে।
জানা যায়,পারিবারিক কলহের জের ধরে বিষপান করে গতকাল মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের উমরানের ছেলে আতিয়ার (৩২)। পরিবারের লোকজন কাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেযার পর সে প্রানে বেঁচে যায।
আতিয়ারের পরিবারের লোকজন জানান,বউয়ের পরকীয়া প্রেমের ঘটনায় পারিবারিক কলহের কারনে অভিমান করে সে বিষপান করে।
একই দিন একই কারনে বিষপান করে সিংহাটি গ্রামের জিয়ারুলের ছেলে মিনারুল (৩৫) এবং গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মঙ্গলের ছেলে জাকিরুল (৩০)।
সবশেষে বিষপান করে আত্নহত্যার চেষ্টা করার পর পরিবারের সহযোগীতায় মেহেরপুর জেনারেল হাসপাতালে আসে ধলা গ্রামের নয়ন আলীর স্ত্রী জাকিয়া খাতুন (২৫)।