এক ঝলক

মেহেরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী

By Enayet Akram

November 02, 2019

মেহেরপুর নিউজ, ০২ নভেম্বর: অপেক্ষার পালা শেষ। আর কিছু সময় পরেই শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ছাত্রছাত্রীরা কেন্দ্রে আসা শুরু করেছে।

এবছর জেএসসি পরীক্ষায় মেহেরপুর জেলার ১১ হাজার ৯’শ ৫৬ জন এবং জেডিসি পরীক্ষায় ৮২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

জেলা শিক্ষা অফিস জানিয়েছে,, জেলার ৩ উপজেলার ১২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সদর উপজেলার ৩টি, মুজিবনগর উপজেলার ৩টি এবং গাংনী উপজেলার ৬টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের সবধরনের আয়োজন শেষ করা হয়েছে বলে প্রশাসনের পক্স থেকে জানানো হয়। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিদ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এবার জেএসসিতে পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ ধারাবাহিক মূল্যায়ন করা হবে।