বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জুলাই ৩৬ সংক্রান্ত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 17, 2025

মেহেরপুর নিউজ:

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ৩৬ সংক্রান্ত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বরে জুলাই ৩৬ সংক্রান্ত চিত্র প্রদর্শনী শুরু হয়।

মেহেরপুর জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদের আঁকা ৫৫ টি চিত্রকর্মসহ মোট ৮৪টি চিত্র প্রদর্শনিত স্থান পায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, এনডিসি সাজেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।