মেহেরপুর নিউজ:
মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা শীর্ষক কর্মসূচীর অংশ হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক সাংস্কৃতিক পক্ষের ৩য় দিনে মঞ্চ নাটক “লালজমিন” মঞ্চস্থ হয়েছে।
শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মান্নান হীরার রচনায়, সুদীপ্ত চক্রবর্তীর নির্দেশনায়, লাল জমিনে অভিনয় করেন মোমেনা চৌধুরী। এর আগে মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান সেখানে সূচনা বক্তব্য রাখেন।অনুষ্ঠানের জুমের এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,পিপি পল্লব ভট্টাচার্য।অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,সহকারি কমিশনার কাজি মহাম্মদ অনিক ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।