মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ এপ্রিল:
মেহেরপুরে হার্ভেস্ট পাস ও সাউথ ওয়েস্ট সীড প্রডিউসর এসাসিয়েশন অব বাংলাদেশ (সসপাব) এর যৌথ উদ্যোগে জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে ইসলাম জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সমাপ্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক চৈতন্য কুমার দাস। বক্তব্য রাখেন, জিংক সমৃদ্ধ ধানের উদ্ভাবক ও গবেষক ড.আলমগীর হোসাইন, হার্ভেস্ট পাসের কান্ট্রি ম্যানেজার ড.খাইরুল বাসার সহ অন্যরা। বক্তারা জানান, এই ধান চাষে চাষীদের ফলনের কোন ঘাটতি হবে না। পাশাপাশি এই ধানের চালের ভাত খেতে যেমন সুস্বাদু সেই সাথে পুষ্টি সমৃদ্ধ যা শরীরের জিংক পুরনে সহায়ক।