বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জামায়েত ইসলামীর সেক্রেটারিসহ ১৩ নেতা কর্মীকে মামলা থেকে অব্যাহতি

By মেহেরপুর নিউজ

September 30, 2024

মেহেরপুর নিউজ:

২০২৩ সালে পুলিশের দায়ের করা নাশকতা মামলায় মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাব্বির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জাব্বারুল সহ জামায়েত ইসলামির ১৩ নেতা কর্মীকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপোতি কুমার বিশ্বাস আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন। ২০২৩ সালে নাশকতার অভিযোগ পুলিশ জামায়েত ইসলামীর নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।