মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের নেতৃত্বে শহরের কোট মোড় থেকে মিছিলটি বের করা হয়। জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ করা হয়।
মিছিল অন্যদের মধ্যে মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির মাহাবুবুল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম, খাইরুল বাশার, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, নাজমুল হুদা, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।