মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা চাষীদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে মেহেরপুরে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিস সমাপনী পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, মৎস্যজীবী অতিথি সাদিক হোসেন বাবুল। বক্তব্য দেন মৎস্য চাষী এম এ মুহিত, শাহিন খান, নুর আলম, আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে চার জনকে পুরুস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- তেলাপিয়া উৎপাদনে জালাল উদ্দিন মল্লিক, মাছ উৎপাদনে মনিরুল ইসলাম, রেণু উৎপাদনে নুর আলম এবং বাওড়ে মৎস্য চাষে আব্দুস সামাদ।
# নিজস্ব প্রতিবেদক #