মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা মৎস্য কার্যালয়ের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়া। বক্তব্য দেন জেলা মৎস্য খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিক, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা আতাউর রহমান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দু, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, চ্যানেল ২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান, মাছরাঙা টিভি প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, বৈশাখি টিভি প্রতিনিধি হামিদুর রহমান কাজল, বাংলাদেশের খবর প্রতিনিধি মনিরুল ইসলাম, বর্তমান প্রতিনিধি আতিক স্বপন প্রমুখ।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, জেলায় মাছের বার্ষিক চাহিদা ১৩ হাজার ৫৪২ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ১৩ হাজার ২৮ মেট্রিক টন। ফলে ঘাটতি হয়েছে ৫১৪ মেট্রিক টন। জেলায় মৎস্যজীবী রয়েছেন ২ হাজার ৯৬০ জন, মৎস্য চাষী রয়েছেন ৯ হাজার ৬৫ জন। এছাড়া গত বছর বিভিন্ন জলাশয়ে ১.৩৭ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।