মেহেরপুর নিউজ,২৩ ফেব্রুয়ারি: জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সংস্থার জেলা শাখার কার্যালয়ে জেলা শাখার সভানেত্রী শামিম আরা হীরা সভাপতিত্বে অোলাচনায় সভায় বক্তব্য রাথেন লতিফন নেসা,সামিউল বাশিরা, রোকসানা কামাল সেন্টু প্রমুখ। পরে সেখানে দোয়া করা হয়।