অন্যান্য

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ অক্টোবর: “সবাই মিলে ঐক্য করি, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখা। বুধবার বেলা সাড়ে ১০টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিনের সঞ্চালনায় মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান,জেলা মুক্তিয়োদ্ধা সংসদের কমান্ডার বশির আহমেদ, নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার আহবায়ক ডা. এম এ বাশার, সদস্য সচিব তুহিন

আরণ্য, সুজন সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু, অরণী সভাপতি নিশান সাবের, মৃত্তিকা সভাপতি মানিক হোসেন, উদিচির সাধারন সম্পাদক ডা. নজরুল ইসলাম সুমন, সাংবাদিক ফারুক হোসেন প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন তার বক্তব্য বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরের ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, চালকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি জানান, রেজিষ্ট্রেশন বিহীন গাড়ীর বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ বলেন, প্রচলিত আইনের পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, মানুষের লাঠির আঘাতে কারো মুত্যু হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড অথচ চালকের ভুলে যানবহনে কারো মৃত্যু হলে তার ৩ বছরের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা করা হয়।