মেহেরপুর নিউজ,২২ মে: এডাব মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ সম্পর্কে অবহিত করণ ও দ্রত বাস্তবায়ন কল্পে এক সেমিনারের আয়োজন করা হয়।শুক্রবার
মেহেরপুর সিডিপি মিলনায়তনে এডাবের জেলা সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। এডাবের কো-অডিনেটর কাইছার আলম কনক। বক্তব্য রাখেন এডাবের সহ-সভাপতি তৃপ্তি কনা বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু আবিদ, জন পি বিশ্বাস প্রমুখ।