মেহেরপুর নিউজ: মেহেরপুরে ২১তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আজ থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিনামূল্যে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি ৬ লাখ শিশুর জন্য বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। এ কার্যক্রম চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার সকালে শহরের এসএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিভিল সার্জন (উপ-পরিচালক) ডা. শামিম আরা নাজনিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২১তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিন আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, ডা. ফয়সাল কবীর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিল আলী শামিম, প্রধান শিক্ষক প্রমুখ।