মেহেরপুর নিউজ:
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচীব সানোয়ার হোসেন সানু,ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, ইমাম সাদকুর রহমান,আব্দুর রশিদ, রাবেয়া খাতুন, তাজমীর হোসেন প্রমূখ। এদিকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে এর আগে একটি র্যালি বের করা হয়।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে র্যালিতে অন্যদের মধ্যে ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, সদস্য আলমগীর হোসেন লালটু সহ বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, স্থানীয় সুধীজন, ইউপি সদস্য বৃন্দ ও অফিসের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।