মেহেরপুর নিউজ:
আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার ” এ প্রতিপাদের উপর বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এলজিইডির সহকারী প্রকৌশলী সালাউদ্দিন শাহীন প্রমূখ। এদিকে এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে একটি র্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সামনে থেকে শুরু করে বাদ্দের তালে তালে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন,জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন প্রমুখে উপস্থিত ছিলেন।