মেহেরপুর নিউজ:
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪১ তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক ড.মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেনের সঞ্চালনায়,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাইদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ। এসময় মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন