বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় ফুটবল অনূর্ধ্ব১৭ এর বর্ণাঢ্য উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 21, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় ফুটবল অনূর্ধ্ব১৭ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর উদ্বোধন ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে এবং বলে কিক মেরে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এ সময় মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা মনোজ্ঞ কুচকাজ প্রদর্শন করেন।

জেলা প্রশাসকের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম,গাংনী উপজেলা নির্বাহ কর্মকর্তা প্রীতম সাহা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ওবায়দুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।