বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 10, 2025

মেহেরপুর নিউজ:

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তরিকুল ইসলাম।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ ইন্সপেক্টর মোর্শেদ, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাঈদুর রহমান, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম আহমেদ, জেলা ব্র ‍্যাক সমন্বয় মনিরুল হুদা প্রমূখ। এদিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এর আগে র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।