মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে।
সোমবার সকালের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য” বিষয়ের উপরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাদের প্রতিপক্ষ গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়।
প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নুসরাত জেরিন অরিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম বিজয় হাতে পুরস্কার তুলে দেন।প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ছহি উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক ডক্টর আলিমুজ্জামান প্রমূখ।