মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সরকারি গণ গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে মেহেরপুর জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মেহেরপুর সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আফরোজা খাতুন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম। পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম বেলুন ওড়ান।