মেহেরপুর নিউজ:
বাংলাদেশ শিশু একাডেমী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন।
” কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সূরুজুজ্জামান,মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের সহকারী শিক্ষক আফরোজা খাতুন, ছাত্রী অহনা,সামিহা রেজা প্রমুখ। পরে সেখানে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।