মেহেরপুর নিউজঃ
ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রোকনুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলিটি মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে ফিলিস্তিনিদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন, পৌর ইমাম সমিতির সেক্রেটারি শাহজালাল প্রমুখ।