মেহেরপুর নিউজ:
জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সঞ্চালনায় “তারুন্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, নুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুর রহমান লিটন,ছাত্র প্রতিনিধি তামিম ইসলাম, আব্দুল মালেক, সাব্বির হোসেন প্রমুখ।
এর আগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মেহেরপুরে একটি র্যালী বের করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্ব র্যালীটি মেহেরপুর স্টেডিয়াম থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জেলা ক্রীড়া সংস্থার আসদুর রহমান, তামিম হোসেন।