মেহেরপুর নিউজ:
“ দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপোষ করো ভাই, লিগাল এইড আছে পাশে কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা লিগাল এইট কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুর নবীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মনজুরুল ইমাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর জেলা জজ মোঃ তৌহিদুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিনুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক টোটন প্রমুখ।
এর আগে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুর নবীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির মোড় ঘুরে একই স্থানে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।