ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে জমে উঠেছে ঈদ বাজার

By মেহেরপুর নিউজ

August 10, 2012

আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম ১১ আগষ্ট: ঈদ আসতে আর মাত্র কয়েক দিন বাকি আর এই খুশির  ঈদে নতুন জামা কাপড় কেনা সবার ইচ্ছে। মধ্যবিত্তদের হাতের নাগালে থাকলেও খেটে খাওয়া মানুষদের একটু কষ্ট স্বীকার করে কিনতে হচ্ছে নতুন জামা কাপড়। সকল শ্রেনী পেশার মানুষেরই ইচ্ছা থাকে ঈদের দিন নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়া।

এবার ঈদে মেহেরপুর বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকে মধ্যে রাত পষর্ন্ত ঈদের কেনা কাটা করতে পুরুষদের পাশাপাশি মেয়েদেরও ভিড় লেগে আছে বিতান গুলোতে। ছেলেদের চেয়ে মেয়েদের বাহারি রকম পোশাকের সংখ্যা বেশি দেখা গেছে। ৫ থেকে ১৫ বছর বয়সি মেয়েদের কাছে এবার ঈদে সব চেয়ে বেশি পছন্দ হলো ঝিলিক জামা। এছাড়াও নানা নামের জামা বাজারে এসেছে। কলেজ পড়ুয়া মেয়ে থেকে শুরু করে বাড়ির বধূরাও এবার টাপুর টুপুর শাড়ি কিন্তে ভুল করছে না। বড়বাজার ও হোটেল বাজার ঘুরে দেখা গেছে মেযেদের পোশাকের ভিতরে  নানা ধরনের থ্রীপিচ ও হাতের কাজ করা শাড়ির বেশি বিক্রয় হচ্ছে। আর মেয়েদেরও বেশ পছন্দ হাতের কাজ করা বিভিন্ন ধরনের প্রিন্ট শাড়ি। এবার ঈদে মেয়েদের থ্রীপিচ পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৩’শ টাকা থেকে সর্বোচ্চ ২৫’শ টাকা পষর্ন্ত । আর শাড়ি সর্বনিম্ন ১২’শ টাকা থেকে ৬ হাজার টাকা পষর্ন্ত আর টাপুর টুপুর শাড়ি তো আছেই। আর দোকানিরাও বলছেন ঈদের দিন যত কমে আসছে আমাদের বেচাকেনা ততোই বাড়ছে। আর এই বেচাকেনা দেখে দোকানিরা বেশ খুশি বলে জানালেন অনেক দোকানের মালিক। কসমেটিক দোকান গুলোতে ভিড় যেন কমতি নেই মেয়েদের পোশাকের পাশাপাশি কসমেটিকের যেন কমতি নেই। ঈদের দিন নতুন পোশাকের সাথে কসমেটিক না থাকলে তাই কি হয়। তাই কসমেটিক দোকান গুলোতে সকাল থেকে মধ্যেরাত পষর্ন্ত মেয়েদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর এবার ঈদে ছেলেদের বাহারি রকম জিন্স প্যান্ট ও জামা এসেছে বলে জানালেন দোকানিরা। এবার ঈদে ছেলেদের পোশাকের ভিতরে চায়না জিন্স প্যান্ট ও চায়না জামা সব চেয়ে বেশি বিক্রয় হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্যান্ট শার্ট ও গেঞ্জি তো আছে। ছেলেদের জিন্স প্যান্ট সর্বনিম্ন ৬’শ টাকা থেকে ২হাজার টাকা পষর্ন্ত আর টি শার্ট সর্বনিম্ন  ৪’শ টাকা থেকে ১হাজার টাকা পষর্ন্ত পাওয়া যাচ্ছে আর বিভিন্ন ধরনের গেঞ্জি সহ বিভিন্ন নামের প্যান্ট জামা ও পাওয়া যাচ্ছে। দোকানিরা জানালেন মেয়েদের পাশাপাশি ছেলেরাও পিছিয়ে নেই। মেয়েদের সাথে তাল মিলিয়ে ছেলেরা এবার বাহারি রকম পোশাক কেনাকাটা করছে। এবার যেন ঈদের আনন্দ সবার মাঝে একটু বেশি।