বিশেষ প্রতিবেদন
গোলাম মোস্তফা,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই:
মেহেরপুরে জমে উঠেছে ঈদের বাজার। রমজানের শেষ ভাগে এসে দোকানিদের দম ফেলার সময় নেই। এরই মধ্যে জেলা শহরের প্রাধান প্রাধান বিপণি বিতান ও ফুটপাতের দোকান গুলোতে যেন কেনা কাটার উৎসব শুরু হয়েছে। সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতারা তাদের কাংখিত পোশাক কিনছে। তবে ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম নিচ্ছে পোশাকের।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মেহেরপুর শহরের বড় বাজারে মোহাম্মদ আলী মার্কেট,হুদা প্লাজা, জামান বাজার, আগরওয়ালা বস্ত বিতান মার্কেট,নিউ মার্কেট, পৌর সুপার মার্কেট, হোটেল বাজারে লড মার্কেট, রিপন টাওয়ার, সাউদিয়া টাওয়ার, মানিক মিয়া টাওয়ার, সজিব প্লাজা, সাদিক টাওয়ারসহ বড়বাজার, কোটরোড, হোটেলবাজার এলাকার ফুটপাতের দোকান গুলিতে কেনাকাটার জন্য মানুষের উপচেপড়া ভীড়।
ব্যাবসায়ীরা জানান, রমজানের প্রথম দিকে বাজার গুলোতে হরতালের কারনে ক্রেতারা তেমনভাবে বাজার করতে পারেনি। কিন্তু রমজানের শেষে এসে ক্রেতারা বাজার মুখি হচ্ছে। মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। যদি হরতাল অবরোধের মতো আর কোন কর্মসূচী না থাকে তবে ভালো ব্যাবসা হবে বলে ব্যবসায়ীরা মনে করে।
এবার পুরুষ ক্রেতাদের চাহিদা জিন্স প্যান্ট, পাঞ্জাবি, টি-শার্ট, শর্ট-শার্ট, লং শার্ট, টু-পিচ সহ সব আধুনিক কাপোড়ের। মেয়েরা হাল ফ্যাশানের থ্রি-পিচ হিসাবে আওয়ারা, ঝিলিক, সানি লিওন, পছন্দের শীর্ষে। শাড়ির দোকান গুলিতে মাসাক কলি, আনারকলি শাড়ি এবার মূল আকর্ষণ। এবার ভালো মানের শাড়ি ৬ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। লেহেঙ্গা ১২ হাজার, থ্রি-পিচ ১০ হাজার, পাঞ্জাবি ৫ হাজার, প্যান্ট ৩ থেকে ৫ হাজার, ফতুয়া ১ থেকে ২ হাজার, বিভিন্ন ধরেনে সাধারণ শার্ট ১ থেকে ২ হাজার, জুতা ২ হাজার থেকে সাত হাজার টাকা প্রযন্ত বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ এবার সব কিছুর মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। গত বছর যে পাঞ্জাবি ৫০০ টাকায় পাওয়া গেছে সেটা এবার ১০০০-১২০০ টাকা প্রর্যন্ত দাম হাকাচ্ছে বিক্রেতারা। এদিকে বিক্রেতারা বলছে পাইকারি বাজারে সব ধরনের পোশাকের দাম বেড়ে যাওয়ার ফলে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে ফুটপাতের মার্কেট গুলোতেও এবার দাম বেশি বলে অভিযোগ করছে নিম্ন আয়ের মানুষরা। কিন্তু বিপনিবিতান গুলোতে যে পরিমানে মূল্য হাকাচ্ছে তাতে তাদের সেখানে ঢোকার সাহস দেখাতে না পারাই দামাদামি করে ফুটপাত থেকেই পোশাক কিনতে হচ্ছে তাদের।