মেহেরপুর নিউজঃ
জমি দখল ও ভুট্টার ক্ষেত নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উত্তর শালিকা গ্রামের মাজেদ আলীর নেতৃত্বে মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে মাজেদ আলী বলেন, আমার কেনা জমিতে সম্প্রতি ভুট্টা চাষ করি।
পার্শ্ববর্তীতে বাবুরপাড়া গ্রামের মাহাবুল বিশ্বাস ও তার ছেলে ওই জমি দখল করার লক্ষ্যে ভুট্টার ক্ষেত নষ্ট করে সেখানে গমের চাষ শুরু করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে থানা পর্যন্ত গড়ালে সেখানে আমাদের ডাকা হয়।
থানা থেকে বলা হয়, কাগজপত্র নিয়ে আসার।এবং আগামী এক মাসের মধ্যে ওই জমিতে কেউ যাবে না। তারা সে কথা অমান্য করে প্রতিনিয়র জমিতে যাচ্ছে এবং আবাদ করার জন্য চেষ্টা করছে। তিনি আবাদ করা ভুট্টার ক্ষেত নষ্ট করায় ক্ষোভ প্রকাশ করেন।