বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জমি দখলের লক্ষ্যে চার সহোদরের বাড়িঘর ভাংচুর

By মেহেরপুর নিউজ

January 22, 2016

মেহেরপুর নিউজ,২২ জানুয়ারী: আদালতে বিচারাধীন একটি জমি দখলের লক্ষ্যে মেহেরপুর শহরের থানাপাড়ায় আব্দুল লতিফসহ তাদের চার সহোদরের বাড়িঘর ভাংচুর করেছে দূবৃত্তরা। এ সময় তাদের ৬টি মোবাইল, একটি স্বর্ণের চেইন লুট করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা। হামলার সময় তাদের বাধা প্রদান করতে গেলে লতিফের ভাই মোমিন আলীর স্ত্রী মুন্নী আরা আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তিনটি বোমার বিষ্ফোরণ ঘটায়। পরে পুলিশ এসে এক রাউন্ড গুলি বর্ষন করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে মেহেরপুর সদর থানার সীমনা প্রাচিরের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদালতে বিচারাধীন একটি জমি জবর দখল করতে শেখপাড়ার মাজেদ আলীর ছেলে নুরুল খান, নিজাম খান এবং কাছেদ আলীর ছেলে আব্দুল গণির নেতৃত্বে প্রায় শতাধিক যুবক রাত তিনটার দিকে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় তারা চার সহোদর আব্দুল লতিব, আব্দুল মোমিন, আব্দুল কুদ্দুস ও মাহবুবের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এ সময় তারা বাধা দিতে গেলে তাদের বাড়ির ভিতরে তালাদ্ধ করে রেখে। এ ঘটনায় আব্দুল মোমিনের স্ত্রী মুন্নী আরা আহত হয়। পরে হামলাকারীরা সেখানে পরপর তিনটি বোমার বিষ্ফোরণ ঘটায়। পাশে থেকে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করলে তারা পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ আব্দুল মোমিন ও আব্দুল লতিফ বলেন বলেন, তার মায়ের নামীয় ১৯ শতক জমি তারা চার ভাইয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তার মধ্যে এর এস রেকর্ডে ভুলবশত ৫ শতক জমি খতিয়ান ভুক্ত হয়নি। ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সেই জমি দখলের জন্য শেখপাড়ার নুরুল খান, তার ভাই নিজাম খান এবং আব্দুল গণী দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছিলো । এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, শেখপাড়ার নুরুল খানের নেতৃত্বে শতাধিক

যুবক হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করার খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে এক রাউন্ড ফাকা গুলি বর্ষন করা হলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে বোমা হামলা কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তিনি বলেন, মাস চারেক আগে এ নিয়ে দুপক্ষকে ডেকে একটি মিমাংসা করার জন্য থানায় বসেছিলাম। পরে আদালতে মামলা থাকায় বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়া হয়ে। তিনি ভাংচুরের ঘটনা নিয়ে তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করে হামলাকারীরা অপরাধ করেছে। ক্ষতিগ্রস্থদের মামলা করার কথা বলেছি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।