মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে কর্মশালায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বয় ও সংস্কার পরিষদ মন্ত্রী বিভাগের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খাঁন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমন্বয় অনুবিভাগ মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।
কর্মশালায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব, কার্যক্রমের আধুনিকায়ন এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি জনগণকে এ বিষয়ে আরও সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।